প্রতারিত ১১ যাত্রী উদ্ধারসহ মানব পাচারকারী চক্রের মূলহোতা আটক

প্রতারিত ১১ যাত্রী উদ্ধারসহ মানব পাচারকারী চক্রের মূলহোতা আটক ===================
অধিক জনসংখ্যা ও ক্রমবর্ধমান বেকার সমস্যা জটিলতায় ভুগে বহু বেকার যুবক পারিবারিক ভাবে ও ব্যক্তি জীবনে আর্থিক স¦চ্ছলতা লাভের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করেন, প্রয়োজনে নিজের সর্বস্ব বিক্রি করে হলেও টাকার ব্যবস্থা করেন।
কিন্তু কিছু অসাধু ট্রাভেল এজেন্সি ও সক্রিয় প্রতারক চক্রপ্রতিনিয়ত সুপরিকল্পিত ও সংঘবদ্ধভাবে মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে সাধারণ মানুষকে নিঃস্ব করছে। এমন একটি চক্রের সন্ধান পায় র‌্যাব এর গোয়েন্দা দল। সুনিদ্রিষ্ট অভিযোগের ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি ২০১৭ ইং তারিখ ভোর ০৪:৩৫ ঘটিকার সময় র‌্যাব এসএমপি’র দক্ষিন সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে লালা বাজার, খাজাকালু এলাকা থেকে বিদেশে পাঠানোর নাম করে টাকা আত্মসাতের মূলহোতাকে আটক করে। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- মোঃ সিরাজুল হক (৪৮), পিতা- মৃত আব্দুল হক, গ্রাম-খাজাকালু,থানা- দক্ষিন সুরমা, জেলা- সিলেট। অভিযুক্ত দক্ষিণ সুরমা থানার লালাবাজার ইউনিয়নের খাজাকালু গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোঃ সিরাজুল হক পোল্যান্ডে মানুষ পাঠাচ্ছে মর্মে জনশ্রুতি থাকলে তার কাছে ১। মোঃ ফজলুর রহমান (৪০), পিতা-মৃত ছমেদ উল্লাহ, ২। মোঃআজিজুর রহমান (সেবুল), পিতা-মোঃ আজমত উল্লাহ, ৩। মোঃ জুনেদ (২৬) পিতা-আশিক আলী, ৪। মোঃ রুহুল আমিন @ সুবেল(২৪), পিতা-মাসুক আলী,৫। মোঃ মাহমুদ ইসলাম সামাদ (২৬), পিতা-গয়াস মিয়া সর্ব সাংকাদিপুর ৬। মোঃ আক্তার মিয়া (২৯), পিতা-রফিক মিয়া, সাং-দুরাজপুর ৭। মোঃ জাহেদুল ইসলাম @ মান্না (২৮), পিতা-মোঃ ওয়ারিছ মিয়া, সাং-তেগরী, ৮। এসএম গোলাম কিবরিয়া (৩২), পিতা-মোঃ ফয়দুল হক, সাং-দুলিয়ার বন্দ, ৯। মোঃ মিজানুর রহমান (৩২), পিতা-আইবুর রহমান, সাং-খরদা পাড়া সর্ব থানা ওসমানী নগর, জেলা-সিলেট, ১০। আখলু মিয়া (৩৪), পিতা-আতিব উল্লাহ, সাং-জালালপুর, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ গণসহ আর্থিক স্বচ্ছলতার জন্য বিদেশ যাওয়ার ইচ্ছা পোষণ করে। প্রতারিত ব্যক্তিদের জিঙ্গাসাবাদে জানা যায় গত ৩১/০১/২০১৬ ইং তারিখ রাত অনুমান ২২:০০ ঘটিকায় অভিযুক্তের নিজ বাড়িতে বসে ইউরো বাংলা ট্রাভেল এজেন্সির বিভিন্ন কাগজপত্র, অফার লেটার, পোল্যান্ডের ভিসা তাদেরকে দেখায়। এক মাসের মধ্যে তাদেরকে পোল্যান্ডে পাঠাতে পারবে বলে প্রতিশ্রুতি দেয়। অভিযুক্তের ঘরে আলোচনায় বসিলে সে প্রত্যেকের কাছ থেকে ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা করে তাকে দেওয়ার জন্য বলে। যাওয়ার আগে ৭,০০,০০০/- টাকা করে এবং যাওয়ার পরে বাকি ৫,০০,০০০/- টাকা করে দিতে হবে। পরে অভিযুক্তকে তার নিজ বসত বাড়িতে বসে বিভিন্ন সময়ে প্রত্যেকের পাসপোর্টসহ ৭,০০,০০০/- টাকা করে গ্রহন করে; উক্ত টাকার বিপরীতে অভিযুক্ত সিরাজ তার নিজ নামীয় বিভিন্ন ব্যাংকের ৭,০০,০০০/- টাকার চেক প্রত্যেকেই প্রদান করেন এবং স্ট্যাম্পে লিখিত হয় যে তাদেরকে বিদেশ পাঠাতে না পারলে প্রত্যেকের কাছ থেকে নেওয়া ৭,০০,০০০/- টাকা ফেরত দিতে বাধ্য থাকবে। পরবর্তীতে গত ১৯/১২/২০১৬ইং তারিখে সবাইকে খবর দিয়ে বলেন যে, হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা হতে তাদের ফ্লাইট ২৬/১২/২০১৬ ইং তারিখ রাত ২৩.০০ ঘটিকায়। আপনারা আগামী ২৬/১২/২০১৬ ইং তারিখে পোল্যান্ড চলে যাবেন, পোল্যান্ড পৌঁছার পর অভিযুক্তকে আরো ৫,০০,০০০/- টাকা দেওয়ার কথা সে ৫,০০,০০০/- টাকার চেক তারা প্রত্যেকে অভিযুক্তকে দিয়ে যান। সিরাজের কথা মত প্রত্যেকে নিজ নামীয় একাউন্টের আরো ৫,০০,০০০/- টাকার চেক অভিযুক্তকে প্রদান করে। গত ২৫/১২/২০১৬ইং তারিখ সময় অনুমান সকাল ০৭০০ ঘটিকার দিকে সিরাজ সবাইকে নিয়ে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারে তার বসত ঘরের ঠিকানা হতে মাইক্রোবাসে করে পোল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ঢাকার দিকে রওয়ানা করে। ঢাকা পৌঁছার পর একটি আবাসিক হোটেলে গত ২৫/১২/২০১৬ ইং তারিখ রাতে বিদেশ পাচারের উদ্দেশ্যে রাখে। পরের দিন ২৬/১২/২০১৬ ইং তারিখ রাত ২০:০০ ঘটিকার সময় অভিযুক্ত তাদের ঢাকা এয়ারপোর্টে নিয়ে যায়। এয়ারপোর্টের ভিতরে ঢুকার আগে পাসপোর্ট সিল মারার কথা বলে সকলের নিকট থেকে পাসপোর্ট নিয়ে ভিতরে ঢুকে। সকলের পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টের ভিতরে যাওয়ার ১ঘন্টা পর মোবাইল ফোন কল করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে ২৬/১২/২০১৬ ইং তারিখ অভিযোগকারীরা সারারাত ঢাকা এয়ারপোর্ট এর বাহিরে অপেক্ষা করে পরের দিন সবাই অসহায়ের মতো বাড়িতে ফিরে আসে; তারপর থেকে সিরাজ নিখোঁজ। সুনিদ্রিষ্ট অভিযোগের ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি ২০১৭ ইং তারিখ ভোর ০৪:৩৫ ঘটিকায় র‌্যাব-৯ এর বিশেষ দল মানব পাচার কারীর সক্রিয় সদস্য সিরাজকে আটক করে। সে র্দীঘদিন যাবৎ বিদেশে গমনেচ্ছুক সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে এসএমপি’র দক্ষিণ সুরমা থানা হস্তান্তর করা হয়েছে।

Comments

Popular posts from this blog

আর এই মৌসুমে এখন পর্যন্ত ৩ লাখ ৪৪ মেট্রিক টন উৎপাদন হয়েছে ----- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

শুভ জন্মদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর