কুমিল্লার নতুন উপজেলা লালমাই প্রতিষ্ঠিত
কুমিল্লার নতুন উপজেলা লালমাই প্রতিষ্ঠিত
...........
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে বাংলাদেশ উন্নত জাতির দ্বারপ্রান্তে। ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়া এবং শতভাগ শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে ২০৩০ সালে দেশ থেকে শতভাগ দারিদ্র নিরসন হবে।
কুমিল্লার লালমাই নতুন উপজেলা প্রতিষ্ঠিত হওয়ায় স্থানীয় জনগণের উদ্যোগে আজ লালমাইয়ের বাঘমারায় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে গণসংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য তাজুল ইসলাম, কুমিল্লা সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, জেলা প্রশাসক জাহাংগীর আলম, যুবলীগ কেন্দ্রীয় কমিটিরসহ আন্তর্জাতিক সম্পাদক শাহাদৎ হোসেন তসলিমসহ কুমিল্লা জেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
বক্তারা লালামাই উপজেলা প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরিকল্পনা মন্ত্রীকে উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান।
Comments
Post a Comment