২৯টি প্রকল্পে ডিসেম্বর-১৬ ইং পর্যন্ত ব্যয় হয়েছে মোট ১০৮ কোটি ৪৯ লাখ টাকার বেশী
মৎস্য অধিদফতরের চলতি অর্থ বছরের ২৯টি প্রকল্পে ডিসেম্বর-১৬ ইং পর্যন্ত ব্যয় হয়েছে মোট ১০৮ কোটি ৪৯ লাখ টাকার বেশী
............... ♣
যা শতকরা হিসেবে ২৪ দশমিক ৮২ ভাগ। এসব প্রবকল্পের জন্য চলতি ১৬-১৭ অর্থবছরে ৪৩৭ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ করা হয়।
এক তথ্যবিবরণী বলা হয়েছে, বিগত ২০১৫-১৬ অর্থবছরে এই ব্যয়ের পরিমাণ ছিল মোট ১২০ কোটি ৭৬ লাখ টাকা। একই সময়ে প্রকল্পসমুহের জন্য অর্থ ছাড়ের পরিমাণ ছিল মোট ১৮৩ কোটি ৩৬ লাখ টাকার বেশী।ডিসেম্বর-১৬ পর্যন্ত প্রকল্প বাস্তবায়নে জাতীয় গড় অগ্রগতি হচ্ছে ২৭ দশমিক ১১ ভাগ। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য মৎস্য-উপখাতের মাসিক অগ্রগতি-পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। উপ খাতভিত্তিক সংস্থাসমুহ হচ্ছে- মন্ত্রণালয়, মৎস্য অধিদফতর, মৎস্য গবেষণা ইনিস্টিটিউট, মৎস্য উন্নয়ন কর্পোরেশন ও মেরিন ফিশারিজ একাডেমি।
উল্লেখযোগ্য প্রকল্প হছে- বন্যানিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প এলাকায় এবং অন্যান্য ও জলাশয়ে সমন্বিত মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প, মেরিন ফিসারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্প, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপন, জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যচাষ উন্নয়নও সম্প্রসারণ, স্বাদুপানির চিংড়িচাষ উন্নয়ন ও সম্প্রসারণ, উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্প।
Comments
Post a Comment