গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে অস্থিরতা

গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে অস্থিরতা। ৪১টি জেলা জরিপ থেকে জানা গেছে, গত দুই মাসে সিলিন্ডার প্রতি ১০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এই খাতের সঙ্গে জড়িত কয়েকটি কোম্পানি দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।বিভিন্ন জেলার বাসিন্দারা মনে করছেন, সরকার পাইপ লাইনের গ্যাসের দাম বাড়ানোয় ব্যবসায়ীরা সিলিন্ডারেরও দাম বাড়িয়ে দিয়েছেন। তবে এলপি গ্যাস সিলিন্ডারজাত ও বিপণনকারী কোম্পানি বিএম এনার্জি (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুল আলম বলেন, গত জানুয়ারিমাসে কাঁচামালের দাম বেড়েছে টন প্রতি ৫০ মার্কিন ডলার। এরপর ফেব্রুয়ারিতে বেড়েছে টন প্রতি ৯২ ডলার। এই কারণে জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসেই সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে (মোট ১০০ টাকা) বাড়ানো হয়েছে। তিনি বলেন, দুই মাসে কাঁচামালের দাম টনপ্রতি প্রায় ১৫০ ডলার বাড়ার মানে প্রতি সিলিন্ডারের গ্যাসের দাম প্রায় ১৫০ টাকা করে বেড়ে যাওয়া। তাই না বাড়িয়ে উপায় ছিল না। বসুন্ধরা ছাড়া সব কোম্পানি একই হারে দাম বাড়িয়েছে। এলপি গ্যাস ব্যবসার সঙ্গে জড়িত একটি সূত্র বলেছে, জানুয়ারি মাসে কাঁচামালের দাম বাড়লে সঙ্গে সঙ্গেই যে সিলিন্ডারের দাম বাড়ানো হয় এর মধ্যে একটা ফাঁকি আছে। কারণ, এলপি গ্যাসের কাঁচামালের দাম প্রতি মাসের ১ তারিখে ঘোষণা করা হয়। সেই দামের কাঁচামাল দেশে এনে সিলিন্ডারজাত করে যখন গ্রাহককে দেওয়া হবে, তখনই তার দাম বেশি নেওয়া উচিত। কিন্তু ওই বেশি দামের কাঁচামাল দেশে আসার আগে যে সিলিন্ডারগুলো বাজারে ছিল, সেগুলোর ওপরই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতেও তাই করা হয়েছে। সব সময় এমনই করা হয়।

Comments

Popular posts from this blog

দেশের ৩১টি জেলার ও ৭৮টি উপজেলায় বিআরটিসির বাস চলাচল করছে

গাইবান্ধা-১ থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী

প্রান্তিক চাষীদের কৃষি প্রণোদনা হিসেবে ৩২ কোটি ৯০ লাখ টাকা