ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর হাতে 'নির্বাচিত প্রবন্ধ' বইটি তুলে দেন সাইফুর রহমান সোহাগ
রোববার বিকেলে গ্রন্থমেলা প্রাঙ্গণে আগামী প্রকাশনীর প্যাভেলিয়নে বসে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর হাতে 'নির্বাচিত প্রবন্ধ' বইটি তুলে দেন সাইফুর রহমান সোহাগ। এ সময় প্যাভেলিয়নের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ পাঠক-দর্শনার্থীরাও ভিড় জমান। প্রধানমন্ত্রীর বই উপহার হিসেবে বিতরণ প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার লেখা ১৩ টি প্রবন্ধ স্থান পেয়েছে এই বইয়ে। প্রকাশের পরপরই বইটি সংগ্রহ করে পড়েছি আমি। একজন পাঠক হিসেবে আমার অভিমত, বিভিন্ন সময়ে লেখা প্রধানমন্ত্রীর এই প্রবন্ধগুলোতে দেশের রাজনৈতিক পথ পরিক্রমা সম্পর্কে একজন রাজনীতিবিদের প্রত্যক্ষ পর্যবেক্ষণফুটে উঠেছে। সৎ এবং বস্তুনিষ্ঠ লেখনীর মধ্য দিয়ে তিনি তুলে এনেছেন দেশ ও জাতির আত্মপরিচয়ের ইতিহাস। রাজনীতি সম্পৃক্ত ছাত্র তরুণ তো বটেই, স্বজাতির রাজনৈতিক চর্চার ইতিহাস জানতে দেশের প্রত্যেক সাধারণ নাগরিকেরও এই বই পাঠ করা উচিত।'
ছাত্রলীগ সভাপতির বই উপহার দেওয়ার উদ্যোগের প্রশংসা করে আগামী প্রকাশনীর সত্ত্বাধিকারী ওসমান গণি জানান, রোববার বিকেলে সাইফুর রহমান সোহাগ আগামী প্রকাশনীর প্যাভিলিয়নে এসে প্রধানমন্ত্রীর বই কিনে নেতাকর্মীদের উপহার দেন। এ ধারা অব্যহত থাকলে তরুণ সমাজের মধ্যে বই পড়ার অভ্যাস আরও বাড়বে। আগামী প্রকাশনী থেকে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'নির্বাচিত প্রবন্ধ' বইটির দাম রাখা হয়েছে ৩৫০ টাকা।
বইটির ভূমিকা লিখেছেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।
Comments
Post a Comment