Posts

Showing posts from February, 2017

এর শীর্ষ ১০টির মধ্যে বাংলাদেশের ৭টি কারখানা রয়েছে

Image
"যুক্তরাষ্ট্র বিশ্বের ২৫টি কারখানাকে সবুজ কারখানা হিসেবে ঘোষণা করেছে। এর শীর্ষ ১০টির মধ্যে বাংলাদেশের ৭টি কারখানা রয়েছে।" - বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে অস্থিরতা

Image
গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে অস্থিরতা । ৪১টি জেলা জরিপ থেকে জানা গেছে, গত দুই মাসে সিলিন্ডার প্রতি ১০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এই খাতের সঙ্গে জড়িত কয়েকটি কোম্পানি দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।বিভিন্ন জেলার বাসিন্দারা মনে করছেন, সরকার পাইপ লাইনের গ্যাসের দাম বাড়ানোয় ব্যবসায়ীরা সিলিন্ডারেরও দাম বাড়িয়ে দিয়েছেন। তবে এলপি গ্যাস সিলিন্ডারজাত ও বিপণনকারী কোম্পানি বিএম এনার্জি (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুল আলম বলেন, গত জানুয়ারিমাসে কাঁচামালের দাম বেড়েছে টন প্রতি ৫০ মার্কিন ডলার। এরপর ফেব্রুয়ারিতে বেড়েছে টন প্রতি ৯২ ডলার। এই কারণে জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসেই সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে (মোট ১০০ টাকা) বাড়ানো হয়েছে। তিনি বলেন, দুই মাসে কাঁচামালের দাম টনপ্রতি প্রায় ১৫০ ডলার বাড়ার মানে প্রতি সিলিন্ডারের গ্যাসের দাম প্রায় ১৫০ টাকা করে বেড়ে যাওয়া। তাই না বাড়িয়ে উপায় ছিল না। বসুন্ধরা ছাড়া সব কোম্পানি একই হারে দাম বাড়িয়েছে। এলপি গ্যাস ব্যবসার সঙ্গে জড়িত একটি সূত্র বলেছে, জানুয়ারি মাসে কাঁচামালের দাম বাড়লে সঙ্গে সঙ্গেই যে সিলিন্ডারের দাম বাড়ানো হয় এর

বিদেশে বাংলাদেশী নাগরিকরা সর্বোচ্চ সাতদিনের মধ্যে তাদের ‘মেশিন রিডেবল পাসপোর্ট’ (এমআরপি) পাবেন

Image
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশে বাংলাদেশী নাগরিকরা সর্বোচ্চ সাতদিনের মধ্যে তাদের ‘মেশিন রিডেবল পাসপোর্ট’ (এমআরপি) পাবেন । ‘পাসপোর্ট সেবা সপ্তাহ’ উপলক্ষে রাজধানীর ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্রুত পৌঁছানোর লক্ষ্যে সরকার ফেডেক্স-এর মাধ্যমে দুই থেকে তিনদিনের মধ্যে এমআরপি সমূহ বাংলাদেশ মিশনে পাঠাবে।’ আসাদুজ্জামান খান কামাল বলেন, পাসপোর্টসমূহ দ্রুত পৌঁছানোর লক্ষ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বৈশ্বিক কুরিয়ার সার্ভিস ফেডারেল এক্সপ্রেস-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং ফেডারেল এক্সপ্রেস-এর ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক ব্যাগে পাঠানোর কারণে বিদেশে বাংলাদেশী নাগরিকরা সাধারণত আবেদন জমা দেয়ার পরে দুই থেকে তিন মাসের মধ্যে এমআরপি পেয়ে থাকে। তিনি বলেন, হয়রানি বন্ধের পাশাপাশি দ্রুত ভেরিফিকেশনের জন্য সরকার অনলাইন ভেরিফিকেশন প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে। মন্ত্রী বলেন, এছাড়াও পাসপোর্ট তৈরিতে দুর্

র‌্যাবের অভিযানে গাজীপুর কালিয়াকৈর নীট প্লাস গার্মেন্টস এর ভল্ট ভেঙ্গে প্রায় ৩ কোটি ৪১ লক্ষটাকা ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ০৬ জন গ্রেফতার

Image
র‌্যাবের অভিযানে গাজীপুর কালিয়াকৈর নীট প্লাস গার্মেন্টস এর ভল্ট ভেঙ্গে প্রায় ৩ কোটি ৪১ লক্ষটাকা ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ০৬ জন গ্রেফতার ॥ ১ কোটি ১৭ লক্ষ টাকা, ০১টি অস্ত্র, ০৫ রাউন্ডগুলি উদ্ধার এবং লুটের টাকায় ক্রয়কৃত ০১টি ট্রাক ও গার্মেন্টস মেশিনারীজ জব্দ .................... গত ০৭ জানুয়ারি ২০১৭ ইং তারিখ দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন মৌচাকের নীট প্লাস লিঃ গার্মেন্টসে দুর্ধর্ষ ডাকাতির মাধ্যমে ৩ কোটি ৪০ লক্ষ ৫১ হাজার টাকা লুট হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১৫, তাং-০৮/০১/১৭ ইং। পরবর্তীতে উক্ত কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ পাটোয়ারী র‌্যাব বরাবর বর্ণিতবিষয়ে একটি অভিযোগনামা প্রদান করেন। ঘটনার বিবরণে জানা য়ায়, উক্ত ডাকাত দল গার্মেন্টসটির ভল্ট ভেঙ্গে ফ্যাক্টরীর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন এবং বিবিধ হিসাবের মোট ৩,৪০,৫১,০০০.০০ (তিন কোটি চল্লিশ লক্ষ একান্ন হাজার টাকা, ২৫,০০০ ডলার সমমূল্যের টাকা সহ) লুট করে নিয়ে যায়, যাগার্মেন্টস কর্তৃপক্ষ গত ০৮ জানুয়ারি ২০১৭ তারিখে কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রদানের জন্য গত ০৭ জানুয়া

সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন‌্য ২০১৭ সালের ‘সোশাল ইনোভেটর’ ক্যাটাগরিতে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে

Image
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংসদ সচিবালয়। সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন‌্য ২০১৭ সালের ‘সোশাল ইনোভেটর’ ক্যাটাগরিতে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে দুবাই থেকে টেলিফোনে ইকবালুর রহিম বলেন, “এ সম্মাননা সংসদ সদস্যদের সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি অবদান রাখতে অনুপ্রাণিত করবে।” দিনাজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান জানান, প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের এর আওতায় ২০১২ সালে পুনর্ভবা নদীর পাশে বাঙ্গিবেচা ঘাট এলাকায় পাঁচ একর ছয় শতক জমির উপর হিজড়াদের জন্য এই ‘মানব পল্লী’ গড়ে তোলা হয়। ছয়কোটি টাকার বেশি অর্থ ব্যয়ে ১২৫টি ঘর নির্মাণ করে ৮০ জন তৃতীয় লিঙ্গের মানুষকে সেখানে পুনর্বাসিত করার ব‌্যবস্থা নেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম। পুনর্বাসিত হিজড়াদের জন‌্য সেখানে পুকুরে মাছ চাষ, গাভী পালন, হস্তশিল্প ওবিউটি পার্লারে কাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান। হুইপ ইকবালুর রহিম বলেন, “এই মানুষগুলো অন্য কোনো গ্রহের মানুষ নয়, আমাদের কারও না কারও ঘরেই তাদের জন্ম। কিন্তু পরিবার তাদের গ্রহণ করে না। অবহেলিত এই মানুষগুলোর প্রতি সমাজ একটু যত্নশীল হল

ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর হাতে 'নির্বাচিত প্রবন্ধ' বইটি তুলে দেন সাইফুর রহমান সোহাগ

Image
রোববার বিকেলে গ্রন্থমেলা প্রাঙ্গণে আগামী প্রকাশনীর প্যাভেলিয়নে বসে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর হাতে 'নির্বাচিত প্রবন্ধ' বইটি তুলে দেন সাইফুর রহমান সোহাগ । এ সময় প্যাভেলিয়নের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ পাঠক-দর্শনার্থীরাও ভিড় জমান। প্রধানমন্ত্রীর বই উপহার হিসেবে বিতরণ প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার লেখা ১৩ টি প্রবন্ধ স্থান পেয়েছে এই বইয়ে। প্রকাশের পরপরই বইটি সংগ্রহ করে পড়েছি আমি। একজন পাঠক হিসেবে আমার অভিমত, বিভিন্ন সময়ে লেখা প্রধানমন্ত্রীর এই প্রবন্ধগুলোতে দেশের রাজনৈতিক পথ পরিক্রমা সম্পর্কে একজন রাজনীতিবিদের প্রত্যক্ষ পর্যবেক্ষণফুটে উঠেছে। সৎ এবং বস্তুনিষ্ঠ লেখনীর মধ্য দিয়ে তিনি তুলে এনেছেন দেশ ও জাতির আত্মপরিচয়ের ইতিহাস। রাজনীতি সম্পৃক্ত ছাত্র তরুণ তো বটেই, স্বজাতির রাজনৈতিক চর্চার ইতিহাস জানতে দেশের প্রত্যেক সাধারণ নাগরিকেরও এই বই পাঠ করা উচিত।' ছাত্রলীগ সভাপতির বই উপহার দেওয়ার উদ্যোগের প্রশংসা করে আগামী প্রকাশনীর সত্ত্বাধিকারী ওসমান গণি জানান, রোববার বিকেলে সাইফুর রহমান সোহাগ আগামী প্রক

যদি আপনারা কমিউনিটি ক্লিনিকের সেবা অব্যাহতভাবে পেতে চান, ৩০ প্রকারের ওষুধ বিনামূল্যে পাওয়া অব্যাহত রাখতে চান তাহলে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন- বলেন প্রধানমন্ত্রী

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্নির্বাচিত করতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৯ সালের মধ্যে যে নির্বাচন অনুুষ্ঠিত হবে, আপনারা যদি এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চান তাহলে সেই নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রতিনিধিদের নির্বাচিত করে দেবেন। যাতে করে আমরা পুনরায় আপনাদের সেবা করার সুযোগ পাই।’ প্রধানমন্ত্রী রোববার বগুড়া জেলার আদমদিঘীতে শান্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে এই আহ্বান জানান। শেখ হাসিনা বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারো পিছিয়ে যেতে পারে- আশংকা ব্যক্ত করে বলেন, ‘আমি শুধু এটুকুই বলবো, নৌকা যখন ক্ষমতায় আসে তখন বাংলাদেশের মানুষ কিছু পায়। আর ধানের শীষ যখন ক্ষমতায় আসে তখন ধানে চিটা ধরে যায় এবং দেশে খাদ্যাভাব দেখা দেয়। দেশে লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি হয়। আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মৃধার সভাপতিত্বে জনসভায় সভায় আরো বক্তৃতা করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কাম