বগুড়া ও নীলফামারীতে ৪০ কিলোমিটার নতুন বৈদ্যুতিক সঞ্চালন লাইন

বগুড়া ও নীলফামারীতে ৪০ কিলোমিটার নতুন বৈদ্যুতিক সঞ্চালন লাইন
...............♣
বগুড়া ও নীলফামারীতে ৪০ কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট নতুন বৈদ্যুতিক সঞ্চালন লাইন স্থাপনের সিদ্ধান্ত নেয় পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড বা পিজিবি। প্রধান কার্যালয়ে এ কাজের জন্য মালয়েশিয়ার এইচজি পাওয়ার ট্রান্সমিশন-এর সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।
এইচজি ও পিজিবির চুক্তি অনুযায়ী, ২০১৮ সালের মাঝামাঝিতে, চুক্তি সাক্ষরের ২০ মাস সময়ের ভেতরে, নীলফামারীর সৈয়দপুর থেকে জলঢাকা পর্যন্ত ৩৮ কি.মি. ১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন ডাবল সার্কিট সঞ্চালন লাইন এবং বগুড়ায় পলাশবাড়ি থেকে মহাস্থানগড় পর্যন্ত দুই কি.মি. ফোর সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। ৩২ কোটি ৬৩ লাখ টাকার এই প্রকল্পটিতে যৌথভাবে অর্থায়ন করছে জাইকা, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি।
জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রীডের সক্ষমতা বাড়াতে পিজিসিবির নেয়া ‘‘ন্যাশনাল পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (এনপিটিএনডি)’’ প্রকল্পের আওতায় এই নতুন লাইননির্মাণ কাজ করা হচ্ছে। আশা করা যাচ্ছে নতুন সঞ্চালন লাইনটি চালু হলে এর আশেপাশের এলাকায় বিদ্যুতের সরবরাহ বেড়ে যাবে।

Comments

Popular posts from this blog

দেশের ৩১টি জেলার ও ৭৮টি উপজেলায় বিআরটিসির বাস চলাচল করছে

গাইবান্ধা-১ থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী

প্রান্তিক চাষীদের কৃষি প্রণোদনা হিসেবে ৩২ কোটি ৯০ লাখ টাকা