আজ ঐতিহাসিক চট্টগ্রাম গণহত্যা দিবস

আজ ঐতিহাসিক চট্টগ্রাম গণহত্যা দিবস। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কে ২০ বার হত্যাচেষ্টার মধ্যে ভয়াল ২১ আগস্টের মতোইআরেকটি ভয়াল দিন ২৪ জানুয়ারী। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি, স্বৈরশাসক জেনারেল এরশাদের নির্দেশে দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চট্টগ্রামের লালদিঘী ময়দানে অনুষ্ঠিত জনসভায় বর্বরোচিত হামলা চালিয়েছিল পুলিশ। সেদিন প্রিয় নেত্রীর জীবন বাচাঁতে অকাতরে আত্নাহুতি দিয়েছিল মুজিব আদর্শের ২৪ ছাত্র-যুবক। ১৯৮৮ সালের এই দিনে চট্টগ্রামের লালদিঘী ময়দানে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় নির্বিচারে চালানো গুলির সামনে মানবঢাল তৈরী করেছিলেন ছাত্রলীগ-যুবলীগের শতশত নেতাকর্মী। সেদিন২৪ টি তাজা প্রাণের বিনিময়ে অক্ষত থাকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী। শহীদ তালিকায় যুক্ত হয় মোঃ হাসান মুরাদ, মহিউদ্দিন শামীম, স্বপন কুমার বিশাস, এথেলবার্ট গোমেজ কিশোর, স্বপন চৌধুরী, অজিত সরকার, রমেশ বৈদ্য, বদরুল আলম, ডি কে চৌধুরী, সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান, সবুজ হোসেন, কামাল হোসেন, বি কে দাশ, পঙ্কজ বৈদ্য, বাহার উদ্দিন, চান্দু মিয়া, সমর দত্ত, হাশেম মিয়া, মোঃ কাশেম, পলাশ দত্ত, আবদুল কুদ্দুস, গোবিন্দ দাশ ও শাহাদাতের নাম, আর আহত হয় শত শতনেতা কর্মী। মূলত এই আত্মত্যাগই স্বৈরাচার সরকার পতন আন্দোলনের গতি বেগবান করে।
১৯৮৮ সালের ২৪ জানুয়ারীর সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

Comments

Popular posts from this blog

দেশের ৩১টি জেলার ও ৭৮টি উপজেলায় বিআরটিসির বাস চলাচল করছে

গাইবান্ধা-১ থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী

প্রান্তিক চাষীদের কৃষি প্রণোদনা হিসেবে ৩২ কোটি ৯০ লাখ টাকা