কক্সবাজারের টেকনাফে ২০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনে (সোলার পাওয়ার) সরকারের সঙ্গে ‘ক্রয় চুক্তি’ করেছে সাউদার্ন সোলার পাওয়ার
কক্সবাজারের টেকনাফে ২০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনে (সোলার পাওয়ার) সরকারের সঙ্গে ‘ক্রয় চুক্তি’ করেছে সাউদার্ন সোলার পাওয়ার লিমিটেড।সোমবার বিদ্যুৎ ভবনে পিডিবির সচিব মিনা মাসুদ উজ্জামান ও সাউদার্ন সোলার পাওয়ারের পক্ষে সান এডিসন-এর দক্ষিণ পশ্চিম এশীয় অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাইল এরিয়াস গুইরিরো এ চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তির শর্ত অনুযায়ী, ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ এর ভিত্তিতে সরকার কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কিনবে। চুক্তির মেয়াদ ২০ বছর এবং প্রতি ইউনিটেরমূল্য ১৭ সেন্ট।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নবায়নযোগ্য উৎস হতে বিদ্যুৎ উৎপাদনকে সরকার উৎসাহিত করে। ব্যয় সাপেক্ষ হলেও পরিবেশবন্ধব হওয়ায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সরকারের পরিকল্পনায় রাখা হয়েছে।এখাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে আর্থিক প্রনোদনা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহিত হয়ে প্রায় ৪৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। গাইবান্ধা ও মিরসরাইয়ে দুটি সোলার পার্ক করার উদ্যোগ নেওয়া হয়েছেইতোমধ্যে ৩০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানাননসরুল হামিদ।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস, বিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদও বক্তব্য রাখেন।
Comments
Post a Comment