প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়েছে, কমেছে সরকারি ঋণ। কিন্তু সম্পদের বৈষম্য যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশের শক্তির অন্যতম জায়গাটি হচ্ছে অর্থায়নের জন্য ব্যাংক ও শেয়ার বাজারে সহজ প্রবেশ গম্যতা, যা একই মাপের অর্থনীতির অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশকে এগিয়ে রেখেছে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদন সমন্বিত উন্নয়ন সূচকে ৩৬তম বাংলাদেশ সমন্বিত উন্নয়ন সূচকে (আইডিআই) ৩৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার জেনেভা ভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ১২টি পারফরম্যান্স নির্দেশকের ভিত্তিতে এ সূচক প্রণয়ন করা হয়। 'ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট-২০১৭' শীর্ষক এ প্রতিবেদনে বিশ্বের অগ্রসর ও উন্নয়নশীল দেশগুলোর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নচিত্র পর্যালোচনা করা হয়। এতে ৭৯টি উন্নয়নশীল অর্থনীতির দেশের ক্যাটাগরিতে বাংলাদেশ রয়েছে ৩৬তম অবস্থানে। এতে প্রধান তিন নির্দেশকে বাংলাদেশের স্কোর ৪ দশমিক ০৩। দেশগুলোর অবস্থান নির্ধারিত হয় ১ থেকে ৭ স্কোরের ভিত্তিতে। প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়েছে, কমেছে সরকারি ঋণ। কিন্তু সম্পদের বৈষম্য যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশের শক্তির অন্যতম জায়গাটি হচ্ছে অর্থায়নের জন্য ব্যাংক ও শেয়ার বাজারে সহজ প্রবেশগম্যতা, যা একই মাপের অর্থনীতির অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশকে এগিয়ে রেখেছে। তবে লাল ফিতার দৌরাত্ম্য ও অনিয়ন্ত্রিত দুর্নীতির কারণে ব্যবসায় উন্নয়ন পিছিয়ে পড়ছে। একই সঙ্গে দুর্বল অবকাঠামোগত সমস্যাও রয়েছে। গুণগত শিক্ষার চিত্রও খুবই নিম্নমানের। আইডিআই-২০১৭ অনুযায়ী ভারত রয়েছে ৬০তম অবস্থানে (স্কোর ৩ দশমিক ৩)। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে নেপাল ২৭তম ও পাকিস্তান ৫২তম অবস্থানে রয়েছে। চীনের অবস্থান ১৫তম। উন্নয়নশীল অর্থনীতির এ ক্যাটাগরিতে শীর্ষ তিনে রয়েছে লিথুয়ানিয়া, আজারবাইজান ও হাঙ্গেরি।অগ্রসর অর্থনীতির দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে নরওয়ে।
Comments
Post a Comment