আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল বারী আর নেই
ঐতিহাসিক আগরতলা মামলার ২২তম আসামী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী মাহফুজুল বারী'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল বারী পাকিস্তান বিমান বাহিনীর সদস্য ছিলেন। তিনি ১৯৬৭ সালের নভেম্বরে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হন এবং ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর সঙ্গে মুক্তি পান।
মুক্তিযুদ্ধে মাহফুজুল বারী ২ নম্বর সেক্টরে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকান্ডের প্রতিবাদে কলকাতা চলে যান। এরপর তিনি কানাডায় গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। এক মাস আগে তিনি দেশে আসেন।
প্রধানমন্ত্রী এক শোক বার্তায় গভীর শ্রদ্ধার সঙ্গে ’৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এই সদস্যের অবদানের কথা স্মরণ করেন।
Comments
Post a Comment