আপনার মতামত কী? Love For Raees নাকি Like for Kaabil

প্রথম টিজ়ার মুক্তি পেয়েছিল প্রায় বছর দেড়েক আগে। সেই থেকে ভক্তদের মনে উত্তেজনার পারদ উপরে উঠতে শুরু করে। নির্ধারিত মুক্তির দিন ছিল ২০১৬ সালের জুলাই মাসে।
কিন্তু ভাইজানের ‘সুলতান’-এর সঙ্গে লড়াইতে নামতে চাননি কেউই। ফলে সকলকে নিরাশ করে মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই বহু গুজব এবং জল্পনাও তৈরি হয় এই ছবি ঘিরে।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ মুক্তি পাচ্ছে বলিউড বাদশার বহু আকাঙ্খিত ছবি ‘রইস’।
এবার লড়াই বলিউডের হার্টথ্রব হৃতিক রোশনের সঙ্গে। বাদশার বিরুদ্ধে ইয়ামি গৌতমের সঙ্গে ‘কাবিল’ নিয়ে যুদ্ধে নামছেন তিনি। ফল ঘোষণার বাকি আর হাতে গোনা কয়েকটা মুহূর্ত।
আপনার মতামত কী? Love For Raees নাকি Like for Kaabil??
নিচের কমেন্ট বক্সে জানান আমাদের।

Comments

Popular posts from this blog

গাইবান্ধা-১ থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী

শিক্ষা খাতে সাফল্য ও উন্নয়নের অগ্রযাত্রার ৮ বছর

প্রান্তিক চাষীদের কৃষি প্রণোদনা হিসেবে ৩২ কোটি ৯০ লাখ টাকা