প্রায় ৫ হাজার নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে
মিরসরাইয়ে অত্যাধুনিক এলপিজি আমদানি ও প্রক্রিয়াজাতকরণ টার্মিনালের নির্মাণ চুক্তি সম্পন্ন
........♣
বেশকিছু দিন ধরে চট্টগ্রামের মিরসরাইকে একটি পরিকল্পিত শিল্প শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। বর্তমানে শিল্প সংশ্লিষ্ট সর্বাধুনিক সব সুযোগ সুবিধাসহ শিল্পাঞ্চলের জন্য মোট ৩০ হাজার একর জমি প্রস্তুত আছে এই এলাকায়। দেশি বিদেশী বিনিয়োগ এর মাধ্যমে এই অঞ্চলটিতে শিল্পকারখানা গড়েতোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সংস্থাটি।আর এই পরিকল্পনারই অংশ হিসেবে সম্প্রতি ওমেরা পেট্রোলিয়ামের সাথে চুক্তি করেছে তারা। চুক্তি অনুযায়ী, চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এলপিজি কারখানা স্থাপন করতে যাচ্ছে ওমেরা। এর মাধ্যমে উক্ত অঞ্চলে কারখানা স্থাপনে দুইশ একর জমি পাচ্ছে প্রতিষ্ঠানটি। সেখানে প্রায় ১৩শ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন কোম্পানির কর্মকর্তারা। উল্লেখ্য, গত বছরের এপ্রিলে বাংলাদেশের বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওমেরা পেট্রোলিয়াম।
এই প্রকল্পটি সম্পন্ন হলে অত্যাধুনিক এলপিজি আমদানি ও প্রক্রিয়াজাতকরণ টার্মিনালের মাধ্যমে প্রায় ৫ হাজার নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।
Comments
Post a Comment