ব্রেট লি অভিনীত ভারত-অস্ট্রেলিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত 'আনইন্ডিয়ান'

তিনি অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি। ব্রেট লি অভিনীত ভারত-অস্ট্রেলিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত 'আনইন্ডিয়ান' সিনেমাটি আগস্ট মাসের ৫ তারিখে মুক্তি পাবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সিনেমায় ব্রেট লির নায়িকা হিসেবে থাকছেন ভারতীয় তানিশথা চ্যাটার্জি। সিনেমাটি পরিচালনা করেছেন অনুপম শর্মা।

সিনেমার গল্প মূলত রোমান্টিক। একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন ব্রেট লি। ছবিতে ব্রেট লি ও তানিশথা ছাড়াও অভিনয় করেছেন গুলশান গ্রোভার ও সুপ্রিয় পাঠক। এছাড়াও ভারতীয় ও অস্ট্রেলিয় অসংখ্য অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে ছবিতে।

২০১৪ সালে ‘আনইন্ডিয়ান’ ছবিটির শুটিং শুরু হয়। শেষ হয় ২০১৫ সালের এপ্রিলে।

Comments

Popular posts from this blog

গাইবান্ধা-১ থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী

শিক্ষা খাতে সাফল্য ও উন্নয়নের অগ্রযাত্রার ৮ বছর

প্রান্তিক চাষীদের কৃষি প্রণোদনা হিসেবে ৩২ কোটি ৯০ লাখ টাকা