হিরো থেকে জিরো হয়ে গেলেন বাবুল অাক্তার
এই হিরো এখন জিরোতে পরিণত হয়েছেন। স্ত্রী হত্যায় তার সম্পৃক্তার প্রশ্ন ওঠে। তিনি সর্বত্র বিতর্কিত হন। এত সাফল্যের পাশাপাশি তার চরিত্র ও অপকর্মের ফিরিস্ত শুনে পুলিশের পদস্থ কর্মকর্তারা হতবাক হন।
জিরো থেকে মাইনাসে যাবেন কিনা সেটা নিয়ে জনমনে আছে নানা প্রশ্ন। তার আমলনামা যাচাই বাছাই করছেন সরকারের নীতি নির্ধারক মহল ও পুলিশের পদস্থ কর্মকর্তারা। শেষ পর্যন্ত তার ভাগে কি ঘটতে যাচ্ছে সেটা আগাম কিছু বলা যাচ্ছে না। তিনি গ্রেফতারও হতে পারেন। কর্মগুনে যে কর্মকর্তা সুখ্যাতি অর্জন করে জিরো থেকে হিরো হয়েছিলেন কর্মদোষে আবার তিনিই হিরো থেকে জিরো হয়ে গেলেন।
পুলিশ সুপার বাবুল আক্তারকে হয় পুলিশ বাহিনী থেকে সরে যেতে হবে, নয় হত্যা মামলার আসামি হয়ে বিচারের মুখোমুখি হতে হবে। ডিবি কার্যালয়ে গত শুক্রবার নিয়ে জিজ্ঞাসাবাদের সময় দুটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়। বাবুল আক্তার সরে যাওয়ার সম্মতি জানালে সেদিনই পদত্যাগপত্রে সই নেওয়া হয়। এ পদত্যাগের মধ্য দিয়ে হিরো থেকে জিরো হয়ে যান এই পুলিশ কর্মকর্তা।
Comments
Post a Comment