শাকিবের কাজ আমারও ভালো লাগে--- জিৎ কলকাতার অভিনেতা
শাকিবের কাজ আমারও ভালো লাগে। কাজ যতটুকু দেখেছি সুপার স্টারের মধ্যে যতটুকু কোয়ালিটি থাকা উচিত তার সবটাই আছে ওর মধ্যে। সবার জায়গা থাকে একেকটা। আমি গত চৌদ্দ পনেরটা সিনেমায় কাজ করেছি। প্রায় পঞ্চাশটা সিনেমা করেছি। প্রতিবারই শুনেছি বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা আমার কাজকে ভালোবাসে। সেখানে আমার প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দিতা নিজে নিজের জায়গা।
সৌভাগ্যবশত ছবিটির প্রথম লটের শুটিং করেছিলাম বাংলাদেশে। শুটিং করে একটা অদ্ভুত ভালোলাগা নিয়ে কলকাতায় ফিরে গিয়েছিলাম। হসপিটালিটি, খাওয়া দাওয়া বাকি অ্যারেঞ্জমেন্ট সবকিছু অসাধারণ ছিলো।
Comments
Post a Comment