- Get link
- X
- Other Apps
সারা দেশে সড়ক দুর্ঘটনায় গত ছয় মাসে ২৪ জন এসএসসি পরীক্ষার্থী নিহত এবং ৬১ জন আহত হয়েছে
এর মধ্যে এসএসসি পরীক্ষা চলার সময়ে মারা গেছে নয়জন পরীক্ষার্থী।
আজ সোমবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
এবারের এসএসসির লিখিত পরীক্ষা শুরু হয় ১ ফেব্রুয়ারি। এরপর থেকে ২ মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মারা গেছে নয়জন পরীক্ষার্থী। ৩ ফেব্রুয়ারি খুলনার বটিয়াঘাটা বাইপাস সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয় বটিয়াঘাটা হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সৌরভ।
৫ ফেব্রুয়ারি রাজশাহীর পুঠিয়ায় পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে গাড়ির চাকায় পিষ্ট হয়ে পুঠিয়া পিএন উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও হাবিল উদ্দিন মারা যায়। একই ঘটনায় মোস্তাফিজুর রহমানের বাবা আবদুল মোমিনও নিহত হন। ২ মার্চ খুলনা ডুমুরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী মেহেদী হাসান নিহত হয়।
দুর্ঘটনায় পরীক্ষার্থী মারা যাওয়া বন্ধে সমিতি কিছু সুপারিশ তুলে ধরেছে। যার মধ্যে প্রতিটি স্কুল–কলেজের ছাত্রছাত্রীদের সড়ক ব্যবহারে সচেতনতামূলক সভা করা, একই ইউনিয়ন বা ওয়ার্ডের মধ্যে পরীক্ষাকেন্দ্র স্থাপন, পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াতের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক যানবাহনের ব্যবস্থা করা, মোটরবাইক, ইজিবাইক, নছিমন-করিমনে পরীক্ষার্থী বহন নিষিদ্ধ করা অন্যতম।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment