স্বজন হারানো এই মানুষগুলোকে কে–ই বা সান্ত্বনা দেবেন



কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত বাংলাদেশিদের জানাজা সম্পন্ন এরপর স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয় 

রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর সামরিক সচিব, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্পিকার শিরিন শারমীন চৌধুরী নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। এ সময় সেনাবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রধান সেখানে উপস্থিত ছিলেন।
জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। 

বেলা আড়াইটার কিছু পরে পৃথুলা রশীদের বাবা-মা আর্মি স্টেডিয়ামে প্রবেশ করেন। প্রিয় সন্তানকে নিতে এসেছেন সপ্তাহ খানেক পর। তবে পৃথুলা তখন বাক্সবন্দী হয়ে ঢাকার পথে। এস এম মাহমুদুর রহমানের বাবা-মা ঢুকলেন। মা চিৎকার করেই কাঁদলেন। মতিউর রহমানের বড় ভাই মাসুদুর রহমান ভাইয়ের ছবি হাতে বসে আছেন। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে।
নেপালে ইউএস–বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির স্বজনেরা কাঁদছেন। তাঁদের কান্না তখন সেখানে থাকা অন্যদের স্পর্শ করেছে।
নিহত ২৩ বাংলাদেশির মৃতদেহ আজ সোমবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মৃতদেহ স্টেডিয়ামে পৌঁছানোর আগেই স্বজনেরা আসেন। স্বজন হারানো এই মানুষগুলোকে কে–ই বা সান্ত্বনা দেবেন।
গত সোমবার দুর্ঘটনার পর স্বজনেরা সাত দিন ধরে বয়ে বেড়াচ্ছেন এ শোক। পুলিশ কর্মকর্তারা একেকজনের ফাইল নিয়ে ছুটে যাচ্ছেন স্বজনদের কাছে। নিহত এফ এইচ প্রিয়কের মামা তোফাজ্জল হোসেন ফরম পূরণের ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, ‘এই দুজনকে বাড়ি নিয়ে গেলে কী অবস্থা হবে চিন্তাও করতে পারছি না। অ্যানিকে (প্রিয়কের স্ত্রী) কী বলে সান্ত্বনা দেব।’ 
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কাঁধে চড়ে বিকেল পাঁচটার পরে কালো কাপড়ে মোড়ানো কফিনগুলো একে একে মাঠে প্রবেশ করে। মঞ্চে সারি সারি করে রাখা হয় কফিনগুলো। জানাজা শেষে একে একে কফিন বুঝে নেওয়ার জন্য স্বজনদের ডাকা হয়। কফিনের কাছে যেতেই কান্নায় ভেঙে পড়েন। কফিন ধরে স্বজনদের বিলাপ আশপাশে থাকা অন্যদেরও ছুঁয়ে যায়।
যেসব যাত্রীর মৃতদেহ আজ ঢাকায় আনা হয়েছে, তাঁরা হলেন ফয়সাল আহমেদ, বিলকিস আরা, বেগম হুরুন নাহার বিলকিস বানু, আক্তারা বেগম, নাজিয়া আফরিন চৌধুরী, রকিবুল হাসান, সানজিদা হক, হাসান ইমাম, আঁখি মণি, মিনহাজ বিন নাসির, এফ এইচ প্রিয়ক, তামারা প্রিয়ন্ময়ী, মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহিরা তানবিন শশী রেজা, উম্মে সালমা, অনিরুদ্ধ জামান, নুরুজ্জামান ও রফিক উজ জামান। ইউএস বাংলার বৈমানিক ও কেবিন ক্রু আবিদ সুলতান, পৃথুলা রশীদ, খাজা হোসেন মোহাম্মদ শফি ও শারমিন আক্তার নাবিলার মৃতদেহও আজ এসেছে।
১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার ড্যাশ ৮ কিউ ৪০০ উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪ ক্রুসহ বিমানের ৭১ জনের সবাই হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৬ বাংলাদেশি, ২২ নেপালি, ১ জন চীনাসহ ৪৯ জন নিহত হন। আর ১০ বাংলাদেশি, ৯ নেপালি, ১ মালদ্বীপের নাগরিকসহ ২০ জন আহত হন।

Comments

Popular posts from this blog

আর এই মৌসুমে এখন পর্যন্ত ৩ লাখ ৪৪ মেট্রিক টন উৎপাদন হয়েছে ----- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

শুভ জন্মদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর