‘আমার আর অভিনেত্রী হওয়া হলো না’

অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে টলিউডের উঠতি অভিনেত্রী মৌমিতা সাহার। রিজেন্ট পার্ক এলাকার অশোকনগরের ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। মৌমিতার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়েছে, ২৩ বছরের মৌমিতার বাড়ি ব্যান্ডেলে। টলিউডে মডেলিং ও অভিনয়ের সূত্রে তিনি রিজেন্ট পার্ক এলাকার অশোকনগরের ভাড়া বাড়িতে একাই থাকতেন। শুক্রবার দুপুর থেকে তাকে ফোনে পাননি বাড়ির সদস্যরা। পরে তারা বাড়িওয়ালাকে বিষয়টি জানান।
বাড়িওয়ালা গিয়ে দেখেন মৌমিতার ঘরের দরজার ভেতর থেকে বন্ধ। কোনও সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের নিয়ে দরজা ভাঙেন। তখনই ওড়নার ফাঁস থেকে মৌমিতার ঝুলন্ত দেহ দেখা যায়। এরপর খবর দেয়া হয় রিজেন্ট পার্ক থানায়।
পুলিশ এসে মৌমিতার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সেখানে লেখা ছিল, ‘আমার আর অভিনেত্রী হওয়া হলো না’। পুলিশের অনুমান হতাশা থেকেই আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। মৌমিতার বাড়ির লোক এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ জমা দেননি।

Comments

  1. Top 10 CASINO in Washington DC - Mapyro
    Top 10 CASINO in Washington DC - 경주 출장마사지 See 이천 출장마사지 1292 traveler reviews, 부천 출장마사지 14 tips 광양 출장안마 and 17 photos of Top 10 CASINO in Washington, ranked #1 in U.S. News & World Report 여수 출장샵

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

গাইবান্ধা-১ থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী

শিক্ষা খাতে সাফল্য ও উন্নয়নের অগ্রযাত্রার ৮ বছর

প্রান্তিক চাষীদের কৃষি প্রণোদনা হিসেবে ৩২ কোটি ৯০ লাখ টাকা