
দুর্নীতি দমন কমিশনের প্রাতিষ্ঠানিক টিমের অনুসন্ধানে সড়ক ও জনপথ বিভাগ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত সরকারি সংস্থা হিসেবে চিহ্নিত এরপরই আছে শিক্ষা ও স্বাস্থ্য খাতের দুর্নীতি। এছাড়া ভূমি, গণপূর্ত অধিদফতর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, স্থলবন্দর কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ মোট ১০ খাতে ব্যাপক দুর্নীতির অস্তিত্ব পেয়েছে এই টিম। দুদকের ১০ টিমের অনুসন্ধানে এ চিত্র উঠে এসেছে। এসব প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি বন্ধে দুদক মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে ৯০ দফা সুপারিশ পাঠিয়েছে। সরকারি সংস্থার দুর্নীতি রোধে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাতিষ্ঠানিক অনুসন্ধান টিম গঠন করে। ২৩টি সরকারি সংস্থা ও বিভাগের দুর্নীতি খুঁজে বের করতে ২০১৭ সালে পরিচালক ও উপপরিচালকদের নিয়ে টিম গঠন করা হয়েছিল ২৫টি। এর মধ্যে ১০টি টিমের অনুসন্ধানে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) শিক্ষা, স্বাস্থ্যসহ সরকারের ১০ খাতের দুর্নীতির চিত্র উঠে এসেছে। আরও ১৩টি সেবা সংস্থার দুর্নীতির উৎস খুঁজে বের করার লক্ষ্যে কাজ করছে দুদকের আরও একাধিক টিম। দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগ...